জাতীয় ডেস্ক ।। প্রয়াত হলেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার। সোমবার সকালে বেঙ্গালুরুর এক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বেশ কিছুদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই মন্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯। মৃত্যুর সময় স্ত্রী, দুই মেয়ে ও স্বজনেরা অনন্ত কুমারের পাশে ছিলেন। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ বেঙ্গালুরুর ন্যাশনাল কলেজে নেওয়া হবে। অনন্ত কুমারের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে শোক প্রকাশ করে মোদি লেখেন, ‘অনন্ত কুমারজি এক যোগ্য প্রশাসক ছিলেন। তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন এবং বিজেপি সংগঠনের এক মূল্যবান কর্মী ছিলেন। কর্ণাটকে এবং বিশেষত বেঙ্গালুরু ও সংলগ্ন এলাকায় দলকে আরও পোক্ত ভিতের ওপর দাঁড় করাতে তিনি কঠোর পরিশ্রম করেছেন। তাঁর নির্বাচনী এলাকায় তাঁকে সব সময় হাতের কাছেই পাওয়া যেত…।’