বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ নভেম্বর ৷৷ ১৪ই নভেম্বর শিশু দিবস। এই উপলক্ষ্যে শান্তিরবাজার যুব সংস্থার উদ্যোগে এদিন শিশু উৎসব পালন করা হবে। সোমবার শান্তিরবাজার যুব সংস্থার উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা বলেন শান্তিরবাজার যুব সংস্থার কর্মকর্তারা। তারা জানান, এই উৎসবে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে বাই সাইকেল প্রতিযোগিতা এবং ছোট শিশুদের নিয়ে বসে আঁক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিশু উৎসব উদযাপন অনুষ্ঠানে বিধায়ক প্রমোদ রিয়াং উপস্থিত থাকবেন বলে জানান তারা। উক্ত অনুষ্ঠানে প্রায় ৫ হাজার লোকের দুপুরের খাওয়ার ব্যবস্থা করবেন তারা বলে জানান। পাশাপাশি সোমবার তৈকর্ম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এন এস এস ছাত্র-ছাত্রীদের নিয়ে এক স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়।