আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর ৷৷ মাত্র ৫৯ বছর বয়সে চলে গেলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমারের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি’র রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক সহ দলীয় নেতৃত্বরা অনন্ত কুমারের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। উল্লেখ্য, সোমবার সকালে বেঙ্গালুরুর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও জেডিএস নেতা কুমারস্বামীও অনন্ত কুমারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।