আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর ৷৷ আগামী ডিসেম্বর মাসে দেশের রাজধানী দিল্লীর যন্তর মন্তরে আই পি এফ টি (তিপ্রাহা) গোষ্ঠি আলাদা রাজ্য গঠনের দাবিতে এক দিনের গণ অবস্থান কর্মসূচী পালন করবে। আই পি এফ টি (তিপ্রাহা) গোষ্ঠির তরফে একথা জানান দলের সদস্য বিনয় দেববর্মা এবং বুধু দেববর্মা। তারা জানান, আগামী ২০১৯ সালের মার্চ মাসে পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে এক দিনের অনশন ধর্মঘট সংগঠিত করবে তিপ্রাহা। পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি লোকসভা আসনেই আই পি এফ টি (তিপ্রাহা) পার্টি তাদের প্রার্থী দেবে।