আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর ৷৷ রাজ্যে শিক্ষক নিয়োগে টেট উত্তীর্ণ বেশ কিছু উত্তীর্ণকারী বি এড-এর জাল সার্টিফিকেট ব্যবহার করেছেন। জানা গেছে, ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের উদ্যোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। জানা গেছে, স্ক্রুটিনির সময় যে ১৬ জন টেট উর্ত্তিনকারীদের জাল সার্টিফিকেট ধরা পরেছে। সেই মোতাবেক প্রত্যেকের সংশ্লিষ্ট থানা এলাকায় এই জাল সার্টিফিকেট প্রদানকারীদের বিরুদ্ধে মামলা রুজু করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। রাজধানীর পশ্চিম থানায় পশ্চিম নোয়াগাঁও এলাকার অর্জুন দেবনাথের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। যার নম্বর হল ২৬৪/১৮।
খোয়াই থেকে আপডেট প্রতিনিধি গোপাল সিং এর সংযোজন ৷৷ রবিবার খোয়াই জেলায়ও ডিগ্রিধারীদের সার্টিফিকেট প্রদানকারী দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। জানা যায়, অভিযুক্ত শিক্ষক রঞ্জন দাস সর্বশিক্ষায় খোয়াই জাম্বুরা স্কুলে কর্মরত। অপর জন জাম্বুরা গ্রামেরই অভিজিৎ নাথ জাল সার্টিফিকেট প্রদান করে অফার পেয়েছেন। খোয়াই থানায় দুই জাল ডিগ্রিধারীদের সার্টিফিকেট প্রদানকারীদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪৬৮/৪৭১ এবং ১২০ (বি) ধারায় মামলা রুজু করা হয়েছে। যার কেইস নম্বর ১২৯/১৩০-১৮।