আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর ৷৷ শপথ নিলেন ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল। বুধবার সকালে পুরাতন রাজ ভবনের দরবার হলে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল অধ্যাপক ডঃ কাপ্তান সিং সোলাঙ্কি। কর্মকর্তারা। ত্রিপুরা হাইকোর্ট পর চতুর্থ প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন তিনি। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ বিধায়কগণ ও সরকারি কর্মকর্তারা।