নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর ।। রাজধানী সহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রায় প্রতিনিয়তই ধটে চলছে বেপরোয়া গাড়ি চালানো থেকে সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার বিশালগড় ভূঁইয়ারমাথা এলাকায় একটি বালির লড়ি ওভারটেক করতে গিয়ে প্রসেনজিৎ দত্ত নামে একটি বাচ্চা ছেলেকে আঘাত করে। জানাযায়, ছেলেটির একটি পা সম্পূর্ণ ভাবে বিকল হয়ে পরে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। বর্তমানে বালি বোঝাই ট্রাকটি আমতলী থানায় আছে। আহত প্রসেনজিৎ দত্ত-র বাড়ি বিশালগড় ভূঁইয়ারমাথা এলাকাতেই। বর্তমানে সে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।