আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর ৷৷ নয়া দিল্লীর প্রগতি ময়দানে অনুষ্ঠিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ২০১৮ উপলক্ষে ত্রিপুরা স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরা স্টলের উদ্বোধন করেন। জানা যায়, ১৪ নভেম্বর থেকে ১৪ দিন ব্যাপী নয়া দিল্লীর প্রগতি ময়দানে ট্রেড ফেয়ার চলবে। শেষ হবে আগামী ২৭ নভেম্বর। স্টলের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, এই ফেয়ারের মাধ্যমে দেশ বিদেশের মানুষ ত্রিপুরাকে জানবে ও ত্রিপুরায় আসার আগ্রহ প্রকাশ করবে। তিনি বলেন, এই প্রদর্শনী স্টলের মাধ্যমে ত্রিপুরার সম্পদ ও সম্ভাবনাকে তুলে ধরা হয়েছে।