সূচনা হল চারদিন ব্যপী ষষ্ঠ উত্তর-পূর্বাঞ্চল যুব উৎসব

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর ৷৷ সূচনা হল উত্তর-পূর্বাঞ্চলের যুব উৎসব-২০১৮। রাজধানী আগরতলার শিশু উদ্যানে চারদিন ব্যপী ষষ্ঠ উত্তর-পূর্বাঞ্চলের যুব উৎসব শুরু হয়। উৎসব চলবে রবিবার পর্যন্ত। বৃহস্পতিবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া প্রমুখ। ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের সবকটি রাজ্য থেকেই প্রায় এক হাজার যুবকরা এও অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর ভাষনে বলেন, ভারতের মোট জনসংখ্যার ৬৫ শতাংশই হল যুবক। তিনি বলেন, যুবকরা দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের উন্নয়নকে কেউ আটকে রাখতে পারবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে মার্শাল আর্ট প্রদর্শনী, অ্যাডভেঞ্চার স্পোর্টস অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিশু উদ্যানে খাদ্য উৎসব সহ ভারতের ২৮টি রাজ্যের চিরাচরিত খাদ্যের স্টল খোলা হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*