আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর ৷৷ উদয়পুর কিল্লা আর ডি ব্লকের তৈবাকলাই কলই পাড়া জে বি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় রাজ্য ভিত্তিক কমলা উৎসব। শুক্রবার বিকেল ৪টায় এই কমলা উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ষষ্ঠ রাজ্য ভিত্তিক কমলা উৎসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব, কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রামপদ জমাতিয়া, এম ডি সি জয় কিশোর জমাতিয়া প্রমুখ। এই কমলা উৎসবে এনবি মুড়া, এন বি নগর, নোয়াবাড়ি, দার্জিলিং বাড়ি, কিল্লা, রাইয়াবাড়ি এই এডিসি ভিলেজ গুলি থেকে ৪৫টি স্টল কমলা নিয়ে অংশগ্রহণ করে।