আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর ৷৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার এবং সি পি আই (এম) বিধায়ক নারায়ন চৌধুরীর উপর হামলার প্রতিবাদে পথে নামল সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। বিলোনীয়ার পর বিশালগড়ে সি পি আই (এম) নেতৃত্বের উপর হামলার প্রতিবাদ জানিয়ে শনিবার রাজধানী আগরতলাতে বিশাল মিছিল করে সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। এদিন প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন সি পি আই (এম) পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর এবং সাংসদ শংকর প্রসাদ দত্ত।