আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর ৷৷ গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ’র ১৯০তম জন্মদিন। সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ’র জন্মদিন উপলক্ষ্যে রাজধানী আগরতলায় শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি রাজধানীর ক্ষুদিরাম বসু স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত সহ মহিলা মোর্চার কর্মকর্তারা।