বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ নভেম্বর ৷৷ বিলোনীয়া ও বিশালগড়ে সি পি আই (এম) নেতা কর্মী-সমর্থকদের উপর দূঃকৃতিদের আক্রমনের বিরুদ্ধে এবং রাজ্যে আইন শাসনের প্রতিষ্ঠার দাবীতে সোমবার দুপুরে সাব্রুম সি পি আই (এম) মহকুমার বিভাগীয় কমিটির উদ্যোগে সাব্রুম বাজারে এক বিক্ষোভ মিছিল সংঘঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক প্রভাত চৌধুরী, প্রাক্তন বিধায়িকা রীতাকর মজুমদার, সাব্রুম মহকুমা বিভাগীয় কমিটির সম্পাদক দীপক চৌধুরী প্রমুখ। মিছিলটি সাব্রুম বিভাগীয় সি পি আই (এম) অফিস থেকে শুরু হয়ে অটো স্ট্যাণ্ড হয়ে পুনরায় সি পি আই (এম) অফিসে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী মোতায়ন ছিল।