গোপাল সিং, খোয়াই, ২০ নভেম্বর ৷৷ খোয়াই থানার পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে ফের দুঃসাহসিক চুরি খোয়াইয়ে। খোয়াইয়ের ব্যস্ততম সড়কের পাশে এক ঠিকাদারের বাড়ীতে এবার থাবা বসালো চোরের দল। নির্জনতার সুজোগে নিয়ে হাতসাফাই করে নিচ্ছে চোরের দল। খোয়াই শহর ও শহরতলীতে একের পর এক দুঃসাহসিক চুরিকান্ড ঘটে গেলেও চোরের টিক্কির নাগাল পাচ্ছে না খোয়াই থানার পুলিশ। জানাযায়, খোয়াই জাম্বুরা সড়কের পাশে ঠিকাদার তরুন পাল রবিবার উনার ছেলে ও স্ত্রীকে নিয়ে আমবাসায় গিয়েছিলেন। কিন্তু সোমবার সন্ধ্যায় বাড়ীতে এসে তিনি দেখতে পান ঘরের দরজা ভাঙ্গা, ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে, আলমারির লক ভাঙ্গা এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা গায়েব। গোটা ঘটনা প্রত্যক্ষ করে বাড়ীর মালিক খোয়াই থানায় খবর দেন। পুলিশ ঘটনার তদন্ত করছে। গোটা ঘটনায় জাম্বুরা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।