আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর ৷৷ আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনারকে বদলি করা হয়েছে। জানা যায়, বাংলাদেশ সহকারী হাই কমিশনের বর্তমান সহকারী হাই কমিশনার মো. সেখাওয়াত হোসেনকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় নতুন সহকারী হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেবেন কিরিটি চাকমা। জানা যায়, কিরিটি চাকমা বর্তমানে ব্রাজিলে বাংলাদেশ হাই কমিশনে কর্মরত আছেন। আগামী ৩রা ডিসেম্বর আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের নতুন সহকারী হাই কমিশনার হিসেবে দায়িত্ব বুঝে নেবেন তিনি। সেই সঙ্গে সেদিনই নিজের পদ থেকে অব্যাহতি নেবেন মো. সেখাওয়াত হোসেন।