আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর ৷৷ ইন্ডিয়া টুডের ‘স্টেট অব স্টেটস কনক্লেভ ২০১৮’ তে পুরস্কারে ভূষিত হয়েছে রাজ্য সরকার। সর্বাধিক উন্নিত রাজ্য, পরিকাঠামো এবং সার্বিকভাবে উন্নিত ছোট রাজ্য এই তিনটি ক্যাটাগরিতে পুরস্কার পেল ত্রিপুরা সরকার। বৃহস্পতিবার নয়া দিল্লীর ত্রিপুরা ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে ইন্ডিয়া টুডের সম্পাদক রাজ চেঙ্গাপ্পার উপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্গায়া নাইডু নয়া দিল্লীর ত্রিপুরা ভবনের বিশেষ রেসিডেন্ট কমিশনার সৌম্য গুপ্তার হাতে এই পুরস্কারগুলি তুলে দেন।