আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর ৷৷ ৬ বছরের জন্য বহিস্কার করা হল ত্রিপুরা প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতিকে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি সিরাজ আলিকে দল থেকে ৬ বছরের জন্য বহিস্কার করা হয়েছে। জানা যায়, বেশ কিছুদিন ধরেই দলের আদর্শ ও কার্যকলাপ নিয়ে অভিযোগ আসছিল বিজেপি দলের কাছে। তার দল বিরোধী কার্যকলাপে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানা যায়। বিজ্ঞপ্তিতে দলের সভাপতি তথা রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবেরও স্বাক্ষর রয়েছে। দলের এই সিদ্ধান্ত বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর এবং বিজেপি সংখ্যালঘু মোর্চার পর্যবেক্ষক বিধায়ক রাম প্রসাদ পালকে জানানো হয়েছে।