আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর ৷৷ আগামী ৩ বছরে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে জাতীয়স্তরে নিয়ে যাওয়া হবে। এই ব্যাপারে কোনো রকম আপোষ করা হবে না বলে শুক্রবার বিধানসভার শীতকালীন অধিবেশনে জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। অধিবেশনে শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী শিক্ষা বর্ষ থেকে রাজ্যে সি বি এস ই পাঠ্যক্রম চালু করা হবে। এজন্য ২০১৯ এর প্রথম তিন মাস শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, এই তিন মাস ছাত্র-ছাত্রীদেরও ইংরেজি, অংক ও বিজ্ঞান বিষয়ে বিশেষ কোচিং প্রদান করা হবে।