আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর ৷৷ দ্বাদশ ত্রিপুরা বিধানসভার দ্বিতীয় দিনের শীতকালীন অধিবেশন বসলো সোমবার। এদিন রাজ্যের সার্বিক উন্নয়নে বিরোধীদেরও সহযোগিতা চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নে শাসক দলের পাশাপাশি বিরোধীদেরও সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।
অধিবেশনের দ্বিতীয় দিনে বিধায়ক সুশান্ত চৌধুরীর এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যের রোগীদের চিকিৎসার স্বার্থে দক্ষিন ভারতের চেন্নাইয়ে একটি ত্রিপুরা ভবন স্থাপনের বিষয়ে সরকারি উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নয়া দিল্লী, কোলকাতা এবং গৌহাটিতে থাকা ত্রিপুরা ভবনগুলির পরিকাঠামোগত উন্নয়ন এবং খাদ্যের মান উন্নতিকরনের দাবি সাপেক্ষে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।