আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর ৷৷ রাজ্য সফরে আসছেন থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী শিরিনধর্নি। মঙ্গলবার প্রথমবারের মতো তিনি ত্রিপুরা রাজ্য সফরে আসছেন। জানা যায়, এদিন সকালে আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে করে কৈলাসহর সফরে যাবেন তিনি। সেখানে ঊনকোটি প্রত্নস্থল পরিদর্শন করবেন থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী শিরিনধর্নি। সেখানে তাঁর সফরসঙ্গী হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং থাইল্যান্ডের একটি উচ্চ পর্যায়ের সরকারী প্রতিনিধি দল। ঊনকোটি পরিদর্শন শেষে বিকালে আগরতলার উদ্দেশ্যে কৈলাসহর ত্যাগ করবেন তিনি। জানা যায়, তাঁকে স্বাগত জানাতে কৈলাসহর সার্কিট হাউস থেকে ঊনকোটি পর্যন্ত রাস্তার দু’পাশে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ বিভিন্ন জনগোষ্ঠীর পোশাকে সুসজ্জিত হয়ে ভারত ও থাইল্যান্ডের জাতীয় পতাকা হাতে নিয়ে উপস্থিত ছাকবেন। তাকে স্বাগত জানাতে রাস্তায় তৈরি করা হয়েছে বড় বড় তোরণও। থাইল্যান্ডের রাজকুমারীর প্রথমবার কৈলাসহর সফরকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।