আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর ৷৷ সি পি আই (এম) রাজ্য কমিটির নতুন সম্পাদক হলেন গৌতম দাস। ২৫-২৬ নভেম্বর, ২০১৮ আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হওয়া সি পি আই (এম)-র ২২তম রাজ্য সম্মেলন শেষে শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে গৌতম দাসকে দলের নতুন রাজ্য সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়েছে। তিনি বিজন ধরের স্থলাভিষিক্ত হয়েছেন। সি পি আই (এম)-র এই ২২তম রাজ্য সন্মেলনে ৭৫ জনের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। পুরনো নেতৃত্বের উপরই আস্থা রেখেছে সি পি আই (এম)। তবে এই ৭৫ জনের কমিটিতে নতুন মুখ ৪ জনকে রাখা হয়েছে।