আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর ৷৷ প্রতিবছরের ন্যায় এবারও রাজধানীর উমাকান্ত একাডেমী ময়দানে শুরু হতে যাচ্ছে আগরতলা পুস্তক মেলা। আগামী ৩০ নভেম্বর থেকে ১৩ দিন ব্যাপী এই মেলার সূচনা হতে যাচ্ছে। ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ঐদিন বিকেল ৫টায় আগরতলা পুস্তক মেলার উদ্বোধন করবেন রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহাও। প্রতিদিন মেলা প্রাঙ্গণ দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত্রি ৮টা ৩০ পর্যন্ত খোলা থাকবে। এবছর মেলায় ৪৫টি স্টল থাকার কথা রয়েছে বলে জানা যায়। মেলায় প্রতিদিন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে কবি সম্মেলন এবং পুস্তক প্রকাশ অনুষ্ঠান সহ সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হবে। তাছাড়া এই মেলাকে কেন্দ্র করে আগামী ২ ডিসেম্বর মেলা প্রাঙ্গণে তিনটি বিভাগে বসে আকো প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের পক্ষ থেকে।