আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর ৷৷ সংবর্ধনা দেওয়া হলো আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের বিদায়ী সহকারী হাই কমিশনার মো. সেখাওয়াত হোসেনকে। ত্রিপুরা বাংলা সাহিত্য সংস্কৃতি সংসদের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় তাকে সংবর্ধনা জানানো হয়। তাঁর হাতে ফুলের তোড়া ও মানপত্র তুলে দেন বাংলা সাহিত্য সংস্কৃতি সংসদের সদস্যরা। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বাংলা সাহিত্য সংস্কৃতি সংসদের সহ-সভাপতি ড. আশিষ কুমার বৈদ্য, সাধারণ সম্পাদক অমিত ভৌমিক, সদস্য কল্যান গুপ্ত, শাওলী রায়, উপমা দাস ব্রহ্ম, বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব মো. জাকির হোসেন ভূইয়া, দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৩রা ডিসেম্বর আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের নতুন সহকারী হাই কমিশনার হিসেবে দায়িত্ব বুঝে নেবেন তিনি। সেই সঙ্গে সেদিনই নিজের পদ থেকে অব্যাহতি নেবেন মো. সেখাওয়াত হোসেন।