আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর ৷৷ ভয়াবহ অগ্নীকান্ডে ভস্মীভূত উদয়পুর বনদুয়ার বিদ্যুৎ সাব স্টেশন। জানা যায়, সর্ট শার্কিট থেকে মঙ্গলবার সকালে উদয়পুর বনদুয়ার ইলেক্ট্রিক স্টেশনে আগুন লেগে যায়। এতে গোটা উদয়পুরে বন্ধ হয়ে পরে বিদ্যুৎ পরিষেবা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বনদুয়ার ইলেক্ট্রিক স্টেশনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রথমে উদয়পুরের তিনটি গাড়ি এবং দুটো অতিরিক্ত ইঞ্জিন মিলে আগুন নেভানোর চেষ্টা করে। পরে পালাটানা প্রকল্প থেকে, কাঁকড়াবন, অমরপুর, বিলোনিয়া এবং শান্তিরবাজার থেকে একটি করে গাড়ি ছুটে আসে। সর্বশেষ গাড়ি আসার আগেই আগুন নিয়ন্ত্রণ এ চলে আসে। সম্পূর্ণ দক্ষতার সহিত আগুন নিয়ন্ত্রনে আনেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী এবং আধিকারিকরা বলে জানা যায়।