মৃতদেহ কবর দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের রুপ নিল দক্ষিন জয়নগর

kbrআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর ৷৷ বিতর্কিত জায়গায় এক সংখ্যালঘু মহিলার মৃতদেহ কবর দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লো রাজধানীর দক্ষিন জয়নগর এলাকায়। বুধবার মৃতদেহ কবর দান করার সময়ে একাংশ জনগণের বাধাদানকে ঘিরে এই উত্তেজনা ছড়ায়। এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে মারধোরের অভিযোগ আনে। জানা যায়, মৃতদেহ কবর দেওয়ার সময়ে এলাকার একাংশ জনগণ মৃতদেহ কবর দিতে বাধা দিলে ল্পথা কাটাকাটি থেকে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল নিরাপত্তা বাহিনী। তবে পুলিশ ও প্রশাসনের শীর্ষ পদাধিকারীদের উপস্থিতিতে বড় ধরণের অঘটন থেকে রেহাই পায় এলাকা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*