আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর ৷৷ আগামী ২২ ডিসেম্বর পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের শূন্য আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৬ ডিসেম্বর হবে ভোট গণনা। এই উপ-নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে শাসক দল বিজেপি। জানা গেছে, আগামী কিছু দিনের মধ্যেই উপ-নির্বাচনে বিজেপি’র চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। ইতিমধ্যেই বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শিক্ষামন্ত্রী রতন লাল নাথকে চেয়ারম্যান করে ১১ সদস্যক পুর সংস্থার উপনির্বাচন বিষয়ক কমিটি গঠন করেছেন। বিজেপি সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য জানান, শরিক দলের সাথে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল। তিনি জানান, উপ-নির্বাচনে বিজেপি সব কয়টি আসনেই প্রার্থী দিতে প্রস্তুত।
উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর মোট ১৫৮টি আসনে হবে উপ-নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হল ৪ ডিসেম্বর এবং মনোনয়নপত্র স্কুটিনি হবে আগামী ৫ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ ডিসেম্বর।