আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর ৷৷ আগামী ২১শে ডিসেম্বর থেকে ৮ দিন ব্যাপি শুরু হতে যাচ্ছে যুব উৎসব ‘হারমনি-২০১৮’। চলবে ২৮শে ডিসেম্বর পর্যন্ত। এই যুব উৎসবে দেশ-বিদেশ থেকে প্রায় ৫০০ জন যুবক যুবতী অংশ নেবে ভারতের ঐকতা ও সংহতি সকলের মধ্যে তুলে ধরতে। যুব বিকাশ কেন্দ্র এবং এন আই এফ এ এ (নিফা)-র উদ্যোগে যুব বিষয়ক দপ্তর ত্রিপুরা রাজ্য শাখার সহযোগিতায় জিরানিয়া মহকুমার বড়জলা বীণাপাণি উচ্চ বিদ্যালয়ে এই উৎসব অনুষ্ঠিত হবে। বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই তথ্য তুলে ধরেন নিফা’র সর্বভারতীয় সভাপতি সর্দার প্রিতপাল সিং পান্নু। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশের মানুষের সামনে তুলে ধরাই এই উৎসবের লক্ষ। পাশাপাশি রাজ্যের যুবক-যুবতীদের সাথে দেশ-বিদেশ থেকে আসা যুবক-যুবতীদেরও পরিচয় হবে এই উৎসবের মাধ্যমে। যুব বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা তথা নিফা ত্রিপুরা রাজ্য শাখার সভাপতি দেবাশিষ মজুমদার জানান, এই উৎসবে রাজ্যের সঙ্গে দেশ-বিদেশের আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরা হবে। তিনি বলেন, উৎসবে আদিবাসী খাদ্য উৎসব, হস্ততাত প্রদর্শনী ও চিত্রকলা প্রদর্শনী চলবে ৮ দিন ব্যাপি।