পূর্ত দফতরের অফিস ফাঁকা, কর্মসংস্কৃতির চরম দুর্দশা প্রত্যক্ষ করলেন বিশ্ব বন্ধু সেন

dhrmnধর্মনগর প্রতিনিধি, ২৯ নভেম্বর ৷৷ সরকারী কর্মসংস্কৃতি লাঠে উঠিয়ে দিন পার করছে বহু কর্মচারী। আর তা হাতে নাতে গিয়ে সরজমিনে প্রত্যক্ষ করছেন ধর্মনগরের বিধায়ক বিশ্ব বন্ধু সেন৷ ধর্মনগরের সরকারি অফিস কাছারিতে কর্মচারীদের কর্মসংস্কৃতি ফেরাতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় পূর্ত দফতরের অফিসে ফের একবার কর্মচারীদের কর্মসংস্কৃতির চরম দুর্দশা নিজ চোখে প্রত্যক্ষ করেন তিনি ৷ এদিন সকাল ১১টায় আচমকা ধর্মনগরের পূর্ত দফতরের অফিসে ভিজিট করেন তিনি। সেখানে গিয়ে দেখতে পান অফিস প্রায় ফাঁকা। ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেন জানান দায়িত্বহীন কর্মচারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে জানান তিনি৷
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*