আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর ৷৷ নিজ বাড়ীতে আইনজীবীর অস্বাভাবিক মৃতদেহউদ্ধার ঘিরে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। মৃত আইনজীবীর নাম প্রদীপ মোদক(৫৫)। বৃহস্পতিবার রাজধানীর অভয়নগর এলাকার নিজ বাড়ীর জলের ড্রামের ভেতরে পাওয়া যায় তার নিথর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এস ডি পি ও ধ্রুব নাথের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। তদন্তের স্বার্থে ঘটনাস্থলে হাজির হন এন সি সি থানার ওসি প্রণব দেবনাথ, এস আই সঞ্জীব দেববর্মা, তরণী দেববর্মা সহ কয়েকজন অফিসার। পুলিশ প্রাথমিক ধারণা, দুষ্কৃতিকারী আইনজীবীকে খুন করে মরদেহ ড্রামের জলে ডুবিয়ে রেখে গেছে। ঘটনাস্থলে মিলেছে রক্তের দাগ সহ আনুষঙ্গিক তথ্য প্রমাণ। তদন্তের জন্য ঘটনাস্থলে নেওয়া হয় ডগ স্কোয়াড এবং ফরেনসিক টিম।