আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর ৷৷ তিপ্রাল্যান্ড নামে পৃথক রাজ্য গঠনের দাবিতে এ ডি সি এলাকা হরতালের ডাক দিল আই পি এফ টি। আগামী ৫ ডিসেম্ভর এডিসি এলাকা জুড়ে ১২ ঘণ্টার বন্ধের আহবান জানানোর জন্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক সন্মেলনে একথা জানান আই পি এফ টি-র সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা। তিনি জানান, এই বন্ধের আওতার বাইরে থাকবে, ফলের দোকান, ঔষধের দোকান, এ্যাম্বুলেন্স ইত্যাদি। তিনি বলেন, তিপ্রাল্যান্ড এর দাবিতে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নয়া দিল্লী অভিযান কর্মসূচি পালন করবে আই পি এফ টি। সেখানে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ডেপুটেশন দেবে আই পি এফ টি নেতৃত্বরা।