আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ডিসেম্বর ৷৷ কেন্দ্রীয় সরকারের ‘নতুন নাগরিকত্ব বিল ২০১৬’ বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করলো ছাত্র ও যুব সংগঠন। শুক্রবার রাজধানীতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে টি এস এফ, আই ওয়াই এফ টি, টি এন এস এফ, টি ডি এস এস এম, টি এস বি, ওয়াই টি এ এবং এ টি এস ইউ ছাত্র য-ব সংগঠনগুলি। কেন্দ্রীয় সরকার এই বিল পাস করলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে বলে বিক্ষোভ কর্মসূচি থেকে আওয়াজ তুলে সংগঠনগুলি।
উল্লেখ্য, প্রস্তাবিত এই নাগরিকত্ব বিলে ‘ধর্মীয় কারণে’ আশ্রিতদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার পথ আরও সহজ করা হয়েছে। আগে ‘ধর্মীয় কারণে’ আশ্রিতদের ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে অন্তত ১২ বছর দেশটিতে সাধারণ বসবাসকারী হিসেবে থাকতে হতো। নতুন বিল আইনে পরিণত হলে আশ্রিতরা ভারতে কমপক্ষে সাত বছর ধরে বসবাস করেই আবেদন করতে পারবেন নাগরিকত্বের জন্য।