আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ডিসেম্বর ৷৷ আসন্ন পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের শূন্য আসনে উপ-নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়ে গিয়ে আক্রান্ত হলেন সি পি আই (এম) প্রার্থীরা। সি পি আই (এম)-র অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর আক্রমণ চালায়। এই আক্রমণের মুখে পরেন রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। শনিবার রাণীরবাজার এলাকায় এই ঘটনায় পুলিশের গাড়িও ভাঙচুর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। জানা যায়, জিরানীয়া এস ডি এম অফিসে মনোনয়নপত্র জমা দিতে গেলে প্রাক্তন মন্ত্রী মানিক দে, এডিসি মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরন দেব্বর্মা, বামফ্রন্ট নেতৃত্ব সহ প্রার্থীদের উপর গেরুয়া বাহিনী আক্রমণ সংগঠিত করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।