আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর ৷৷ আসন্ন পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের শূন্য আসনে উপ-নির্বাচন নিয়ে অবশেষে প্রার্থী তালিকা ঘোষনা করলো রাজ্য বিজেপি। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে বিজেপির প্রার্থীদের নাম ঘোষণা করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সম্পাদিকা প্রতিমা ভৌমিক। তিনি জানান, এই নির্বাচনে ৭৫টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকলেও ১৫৮টি শূন্য আসনের নির্বাচনের প্রার্থীদের মধ্যে ৮০ জন মহিলাকে প্রার্থী করা হয়েছে। তিনি জানান, মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি মাথায় রেখেই সর্বসন্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ, আগামী ২২ ডিসেম্বর পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের শূন্য আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৬ ডিসেম্বর হবে ভোট গণনা।