আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ ডিসেম্বর ৷৷ ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পরলো একটি যাত্রীবাহী বাস। জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে টি আর ০১ বি – ১৩৯১ নম্বরের যাত্রীবাহী বাসটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। মঙ্গলবার ঘটনাটি ঘটে গন্ডাছড়া থেকে আগরতলা যাওয়ার পথে কালাঝারি এডিসি ভিলেজের থানারাই পাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পুলিস এবং দমকল বাহিনীর কর্মীরা। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে গেছেন রাইমা ভ্যালী এলাকার বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, এস ডি এম ও জটিলেশ্বর দেববর্মা সহ গন্ডাছড়া মহকুমা শাসকের একটি টিম। পুলিস সূত্রে খবর বাসটিতে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে প্রথমে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।