আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ ডিসেম্বর ৷৷ অন্যান্য বছরের ন্যায় এবছরও ১০০ জন ছাত্রছাত্রীকে NEET (ন্যাশন্যাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) এবং জে ই ই প্রস্তুতির জন্য ফ্রি কোচিং সহ এক হাজার টাকা করে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্যামলিবাজারস্থিত শিক্ষা প্রতিষ্ঠান ‘স্কুল অফ সাইন্স’। ‘স্কুল অফ সাইন্স’-র কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য জানান, রাজ্যে বসবাসকারী সাধারণ শ্রেণীভূক্ত, তপশিলি উপজাতি, তপশিলি জাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, সংখ্যালঘু সম্প্রদায়ের এবং দারিদ্রসীমার নীচে বসবাসকারী মোট একশো (১০০) জন ছাত্রছাত্রীকে বিনামূল্যে কোচিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল অফ সাইন্স। এদের মধ্যে সাধারণ – ৫০, তপশিলি উপজাতি– ১৫, তপশিলি জাতি– ১৫, ওবিসি – ১০, সংখ্যালঘু – ৫ এবং বিপিএল – ৫ জন। ছাত্রছাত্রীদের নির্বাচনের প্রক্রিয়াটি হবে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে, যা হবে ১৫-ই ডিসেম্বর, ২০১৮ (শনিবার) দুপুর ১০টা থেকে দুপুর ১টাপর্যন্ত। স্ক্রিনিং টেস্টের ফল প্রকাশ করা হবে ১৬-ই ডিসেম্বর, ২০১৮ (রবিবার) বিকেল ৫টায়। ফ্রি কোচিং–এর ক্লাস শুরু হবে ১৭-ই ডিসেম্বর, ২০১৮ (সোমবার) এবং স্টাডি ম্যাটেরিয়েল দেওয়া হবে উক্ত দিনে। ৫ ডিসেম্বর থেকে ১৪-ই ডিসেম্বর পর্যন্ত স্কুল অফ সাইন্স থেকে স্ক্রিনিং টেস্টের আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৪-ই ডিসেম্বর, ২০১৮। উল্লেখ্য যে, স্কুল অফ সাইন্স থেকে বিগত বছরগুলোতে ৪০০-র বেশি ছাত্রছাত্রী মেডিক্যাল এন্ট্রান্স এবং প্রায় ৩৫৯ জন ছাত্রছাত্রী বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় সফলতা অর্জন করেছে।