আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ডিসেম্বর ৷৷ বিশ্ব জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশীপে ভোল্ট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ের পর রাজ্যে ফিরলেন রাজ্যের সোনার মেয়ে অলিম্পিয়ান দীপা কর্মকার। বুধবার দুপুরে দীপা ও তার কোচ বিশ্বেশ্বর নন্দী আগরতলায় আসেন। তাদের স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত জিমন্যাস্ট মন্টু দেবনাথ সহ অনেক ক্রীড়া ব্যক্তিত্বরা। বিমানবন্দরে উপস্থিত সবাই দীপা এবং তার কোচ বিশ্বেশ্বর নন্দীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। উল্লেখ্য, জার্মানির কোটবাস শহরে আয়োজিত বিশ্বকাপ জিমন্যাস্টে ১৪ দশমিক ৩১৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে দীপা।
জানা যায়, ২০১৯ সালে অনুষ্ঠিত হবে ওয়ার্ড চ্যাম্পিয়নশিপ। এখন সেটিই দীপা এবং তার কোচ বিশ্বেশ্বর নন্দীর মূল লক্ষ্য।