আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ডিসেম্বর ৷৷ আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে-২০১৮ উপলক্ষ্যে ত্রিপুরা সৈনিক ওয়েলফেরারের ডিরেক্টর ব্রিগেডিয়ার জে পি তাওয়ারীর নেতৃত্বে এক প্রতিনিধিদল সচিবালয়ে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে এক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকারকালে সৈনিক ওয়েলফেরারের ডিরেক্টর ব্রিগেডিয়ার জে পি তাওয়ারী মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে আর্মড ফোর্সেস ফ্ল্যাগ পরিয়ে দেন। মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে ফান্ডে অর্থ প্রদান করেন।