আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর ৷৷ এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এয়ারপোর্ট সড়কের দুর্জয়নগর এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাহাদুর থাপা নামে এক শ্রমিকের গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলেই যাবতীয় রহস্য পরিষ্কার হবে। ফাঁসিতেই কি বাহাদুরের মৃত্যু নাকি পরিকল্পিত খুন সেনিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। স্থানীয় সূত্রে জানা যায়, অমৃত গোপ নামে এক ব্যক্তির গ্রীলের দোকানে গত ২৫ বছর ধরে কাজ করছেন শিলিগুড়ির বাসিন্দা বাহাদুর।