আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর ৷৷ ত্রিপুরা সরকারের প্রাণিসম্পদ বিকাশ দফতরের সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছে ভারতের সমবায়ভিত্তিক দুগ্ধ উৎপাদক কোম্পানি আমুল। সম্প্রতি মহাকরণে ত্রিপুরা সরকার এবং আমুলের কর্মকর্তাদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সংবাদ মাধ্যমকে জানান, দুগ্ধ শিল্পের মাধ্যমে রাজ্যে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমুল এবং ত্রিপুরা সরকার যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করবে। তিনি বলেন, প্রাথমিক পর্যায় হিসেবে রাজ্য সরকার ৫ হাজার পরিবারকে দুটি করে মোট ১০ হাজার গরু দেবে।