আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর ৷৷ রাজ্যে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করল সি পি আই (এম)। শুক্রবার এই বিক্ষোভ কর্মসূচী থেকে রাজ্যের শাসক দল বিজেপি’র হাতে গণতন্ত্র ধর্ষিত হচ্ছে বলে অভিযোগ করেছেন সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর। তিনি বলেন, রাজ্যের পুর পরিষদ নির্বাচনে বিরোধী দলগুলো বিশেষ করে বামফ্রন্ট সঠিকভাবে মনোনয়নপত্র জমা দিতে পারছে না। যেসব আসনে বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে সেসব প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারে হুমকি দেওয়া হচ্ছে।
বেশ কয়েক ঘণ্টা বিক্ষোভ চলার পর পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বলা হয়। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছুঁড়েছে পুলিশ। পরে দাবীগুলি নিয়ে ৫ সদস্যের প্রতিনিধি দল পুলিশ মহানির্দেশকের সাথে দেখা করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রাসাদ দত্ত, সাংসদ জীতেন্দ্র চৌধুরী, সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর প্রমুখ।