আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর ৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে ১২ ঘন্টার পথ অবরোধের ডাক দিলেও তার অনেক সময় আগেই অবরোধ প্রত্যাহার করে নেয় আই এন পি টি। সোমবার রাজ্যের ৩টি স্থানে পথ অবরোধ করে আই এন পি টি। বড়মুড়া পাহাড়ের খামতিংবাড়ি, আমবাসা এবং হেজামারা এলাকায় ১২ ঘন্টার জন্য পথ অবরোধে বসলেও ১২ ঘন্টার আগেই অবরোধ প্রত্যাহার করে নেয় তারা। দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা দাবী করেছেন তাদের এই কর্মসূচী সফল।