জাতীয় ডেস্ক ।। রিজার্ভ ব্যাঙ্কের নয়া গভর্নর হলেন শক্তিকান্ত দাস। নোটবন্দির পরে দেশে যে ‘অর্থনৈতিক অরাজকতা’ শুরু হয়েছিল, তা সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শক্তিকান্ত দাস। সে সময় আর্থিক বিষয়ে সচিব পদে আসীন ছিলেন তিনি। নোটবন্দি নিয়ে নানা ইস্যুর মোকাবিলা করতে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে ১৯৮০ ব্যাচের এই আইএএস অফিসারকে। এর আগে পঞ্চদশ অর্থকমিশনের সদস্যও ছিলেন তিনি।
উল্লেখ্য, সোমবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদ থেকে আচমকা ইস্তফা দেন উর্জিত প্যাটেল।