জাতীয় ডেস্ক ।। ভারতের পাঁচটি রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপি’র ভরাডুবি হয়েছে। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস জয় পেয়েছে তিনটি রাজ্যে। কংগ্রেসের সভাপতিত্ব গ্রহণের এক বছরের মধ্যেই বেশ বড় ধরনের সফলতা পেলেন রাহুল গান্ধি। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে প্রধান বিরোধী দল কংগ্রেস ও তেলেঙ্গানায় ‘তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি’ (টি আর এস) ও মিজোরামে ‘মিজো ন্যাশনাল ফ্রন্ট (এম এন এফ) জয় পেয়েছে। কোনও রাজ্যেই জয়ের দেখা পায়নি ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে কংগ্রেস ১১৪টি ও প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি ১০৯টি, রাজস্থানে ২০০টি আসনের মধ্যে কংগ্রেস ১০১টি ও প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি ৭৩, ছত্তিশগড়ে ৯০টি আসনের মধ্যে কংগ্রেস ৬৮টি ও প্রধান প্রতিদ্বন্দ্বী ১৬টিতে জয় পেয়েছে।
অন্যদিকে, তেলেঙ্গানায় ১১৯টি আসনের মধ্যে টি আর এস ৮৮টি ও প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস-তেলেগু দেশম পার্টি (টি ডি পি) ২১টি এবং মিজোরামে ৪০টি আসনের মধ্যে এম এন এফ ২৬টি ও প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ৫টিতে জয় পেয়েছে।