আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর ৷৷ সরাসরি কৃষকদের থেকে ধান কিনবে ফুড করপোরেশন অব ইন্ডিয়া (এফ সি আই)। আগামী ১৫ ডিসেম্বর রাজ্যের ধলাই জেলার অন্তর্গত কমলপুর এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো এফ সি আই’র কর্মকর্তারা রাজ্য থেকে ধান কেনা শুরু করবেন। জানা যায়, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ধান কেনার কাজ চলবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজে উপস্থিত থেকে ধান কেনার সূচনা করবেন। জানা যায়, ধানের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হয়ছে প্রতি কুন্টাইল ১৭৫০ টাকা করে।