আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ চালত ২০১৯ সালের মাধ্যমিক, মাদ্রাসা আলিম, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার নির্ঘণ্ট তৈরী করা হয়েছে। ২০১৯ সালের উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষা শুরু হবে ১লা মার্চ এবং শেষ হবে ৩০শে মার্চ। ২০১৯ সালের মাধ্যমিক এবং মাদ্রাসা আলিম পরীক্ষা শুরু হবে ২রা মার্চ এবং শেষ হবে যথাক্রমে ২৯শে মার্চ ও ১লা এপ্রিল। সমস্ত পরীক্ষার নির্ঘণ্ট পর্ষদের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.tbse.in) দেওয়া হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।