আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর ৷৷ আগামী ২২ ডিসেম্বর, ২০১৮ বিভিন্ন পুর সংস্থার যে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল তা স্থগিত ঘোষনা করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে উপ-নির্বাচনের সংশোধিত সূচি ঘোষণা করেছেন। সংশোধিত সূচি অনুযায়ী ভোট হবে ২৭ ডিসেম্বর, ২০১৮ সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গননা হবে ২৮শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮টা থেকে। ৩০ ডিসেম্বরের মধ্যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বুধবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে।