আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর ৷৷ রাফাল মামলায় বিরোধীদের আনা অভিযোগ খারিজ করে দিয়েছে সুপ্রীমকোর্ট। আদালত জানায়, রাফাল চুক্তিতে কোন পক্ষপাত করেনি মোদি সরকার। এই রাফাল চুক্তি নিয়ে সুপ্রীমকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাফাল চুক্তি নিয়ে মিথ্যে অভিযোগের জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি মূখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কংগ্রেস ও সি পি আই (এম) নেতারাও রাফাল চুক্তি নিয়ে ষড়যন্ত্র করেছে। তাদেরও রাজ্যবাসীর কাছে ক্ষমতা চাইতে হবে বলে মুখ্যমন্ত্রী দাবী করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বিজেপি’র সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক, মুখপাত্র ডাঃ অশোক সিনহা প্রমুখ।