সাগর দেব, তেলিয়ামুড়া, ১৬ ডিসেম্বর ৷৷ দলের ৭২০ জন পৃষ্ঠাপ্রমুখদের নিয়ে বিজেপি তেলিয়ামুড়া মন্ডলের উদ্যোগে তেলিয়ামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় এক পৃষ্ঠাপ্রমুখ সন্মেলন। শনিবার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি’র পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। তিনি বলেন, দলের অন্দরে পৃষ্ঠাপ্রমুখদের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সন্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাপতি হরিশংকর পাল, বিধায়িকা কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী প্রমুখ। এদিন মূখ্যমন্ত্রী ৭২০ জন পৃষ্ঠাপ্রমুখদের হাতে মোমবাতি জ্বালিয়ে শপথবাক্য পাঠ করান।