দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৩ ডিসেম্বর ।। শহর জুড়ে বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে জাঁকিয়ে বসা ব্যবসা উচ্ছেদে তৎপর হয়েছে পুর নিগম। ইতিমধ্যেই বটতলায় অবৈধ উচ্ছেদের শেষে জায়গার সংস্থান না করে নিগমের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদে থালা হাতে মিছিল হয়েছে তৃণমূলের নেতৃত্বে। শনিবার, নাগেরজলায় ব্যবসা স্থলের সীমানা অতিক্রম করে আলাদা ছাউনি দিয়ে যারা ব্যবসা করছে সেইসব অবৈধ স্থান দখল মুক্ত করার কাজে পুর নিগম কর্তৃপক্ষ, পুর টাস্ক ফোরস সঙ্গে বিশাল T.S.R. বাহিনী অংশ নেয়। পুর নিগমের নাগেরজলায় এই অভিযানের ব্যাপারে পুর নিগমের ইঞ্জিনিয়ার চিন্ময় চক্রবর্তীNewsUpdateOfTripura.com –কে জানান বহু আগেই নিগম জায়গা মুক্ত করার নোটিশ দেয় কিন্তু ব্যাবসায়ীরা আমল দেয়নি। তারপর পুর নিগম অবৈধ জায়গা দখল মুক্ত করার জন্য এই অভিযান চালায়। সাধারন মানুষের বক্তব্য হচ্ছে পুর নিগম মাঝে মাঝে এই তৎপর ভূমিকায় অবতীর্ণ হওয়ার অভ্যাস ছেড়ে রুটিন মাফিক অভিযানে নামলে অবস্থার পরিবর্তন হতে পারে।