আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর ৷৷ রাফাল চুক্তি ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। মঙ্গলবার রাজ্যে এসে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে আসামের মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশজুড়ে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে, এর ফলে কংগ্রেস দল হতাশায় ভুগছে। কংগ্রেস দেশের সব থেকে দুর্নীতিগ্রস্ত দল। তিনি বলেন, রাফাল ইস্যুতে কংগ্রেসের করা অভিযোগকে খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। রাফাইল যুদ্ধ বিমান কেনার বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়ে দেয় যে কোন দুর্নীতি হয়নি। এর জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ক্ষমা প্রার্থনা করা উচিত। তিনি বলেন, উত্তরপূর্ব ভারতের লোকসভার ২৫টি আসনেই বিজেপি জয়ী হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০১৯’এ ফের বিজেপি সরকার গঠিত হবে দেশে।
এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র মুখপাত্র ডাঃ অশোক সিনহা, সম্পাদিকা প্রতিমা ভৌমিক প্রমুখ।